করিমগঞ্জে এডিআরই পরীক্ষার জরুরি তথ্য পরীক্ষার্থীদের অবগতির জন্য জানিয়ে দেওয়া হল
জনসংযোগ, করিমগঞ্জ, ২৭ সেপ্টেম্বর : করিমগঞ্জে ২৯ সেপ্টেম্বর, রবিবার অনুষ্ঠিত অসম প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষা বা এডিআরই সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন থেকে প্রার্থীদের অবগতির জন্য নিয়মাবলি ও জরুরি তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে পরীক্ষার প্রার্থীদেরকে মোবাইল ফোন (বন্ধ অবস্থায় বা চালু অবস্থায়), ইলেক্ট্রনিক যন্ত্র, স্টোরেজ মিডিয়া ডিভাইস যেমন স্মার্ট ঘড়ি / ডিজিটাল ঘড়ি, হেলথ ব্যান্ড, ইলেকট্রনিক কলম/স্ক্যানার, ব্লুটুথ ইয়ারফোন, মাইক্রোফোন অথবা যে কোন যোগাযোগের মাধ্যমজনিত ডিভাইস, ক্যালকুলেটর, পেন ড্রাইভ, চিরকুট ইত্যাদি সম্পূর্ণ রূপে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া নিষিদ্ধ। যেহেতু প্রতিটি ভুল প্রশ্নের উত্তরে নেগেটিভ মার্কিং আছে তাই অপশনের একটার বেশি উত্তরে দাগ না দিতে পরীক্ষার্থীদের সচেতন হতে বলা হয়েছে। এডমিট কার্ডের ছাড়া পরিচয়পত্র যেমন আধার কার্ড এবং নীল / কালো কলম, লেবেল ছাড়া জলের বোতল, প্লাষ্টিক কার্ড যেমন ডেবিট কার্ড /ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং স্বল্প পরিমানে ক্যাশ টাকা পরীক্ষা হলে গ্রহণযোগ্য হবে। এছাড়া আসাম পাবলিক এক্সামিনেশন (মেজার ফর প্রিভেনশন অফ আনফেয়ারমিন্স ইন রিক্রুিটমেন্ট) আইন ২০২৪ এর ১০(১) ধারা অনুসারে অমান্যকারীর বিরুদ্ধে কারাবাসের শাস্তির ব্যবস্থা রয়েছে যা তিন বছর পর্যন্ত হতে পারে।