BARAK VALLEY
করিমগঞ্জে এপ্রিলের খাদ্য সুরক্ষা যোজনার চাল বরাদ্দ

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জে এপ্রিল মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হল৷ এই চাল অন্তোদয় অন্নযোজনার কার্ড পিছু ৩৫ কেজি ও প্রায়োরিটি হাউস হোল্ডারদের মাথাপিছু ৫ কেজি করে বিনামূল্যে বন্টনের জন্য বরাদ্দ করা হয়েছে৷
এতে করিমগঞ্জেরর খাদ্য, অসামরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে ভারতীয় খাদ্য নিগমের এরিয়া ম্যানেজারকে লেখা এক চিঠিতে জেলার সব ক’টি হোলসেল কো-অপারেটিভ সোসাইটিকে এই চাল আগামী ১৫ মার্চের মধ্যে ভারতীয় খাদ্য নিগম থেকে সংগ্রহ করে ন্যায্যমূল্যের দোকানগুলোকে বিতরণের জন্য সমঝে দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷