করিমগঞ্জে পুরোহিত প্রশিক্ষণ শিবির
করিমগঞ্জ : দুর্গাপূজা উপলক্ষে এক দিনের পুরোহিত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জে৷ গত রবিবার স্থানীয় রাধারমণ আশ্রমে হয়েছে এই প্রশিক্ষণ শিবির৷ শিবিরে স্বাগত বক্তব্য রাখেন অভিষেক চৌধুরী৷ এবারের পুজোয় থাকা তিথির স্পল্পতা তাত্ত্বিক দিক নিয়ে আলোকপাত করেন শিলচর পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি রুচিন্দু চক্রবর্তী, সহ-সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্য, কিশোর ভট্টাচার্য, সুদীপ চক্রবর্তী পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক প্রণয় পুরকায়স্থ, পুরোহিত সম্মিলনির সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, কিশোলয় চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ৷ দুর্গাপূজা সম্পর্কিত বিভিন্ন প্রায়োগিক দিক নিয়েও শিবিরে আলোচনা করা হয়৷ কর্মশালায় মোট ৪২ জন পুরোহিত অংশ নেন৷ এদিন পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্র আরো ভালোভাবে পরিচালনার জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা হয়৷ এতে বিশু চক্রবর্তীকে সভাপতি, সহ-সভাপতি অনুপ শর্মা, সম্পাদক জয় ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্ঝর চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়৷ এছাড়া একটি উপদেষ্টা মন্ডলীও গঠন করা হয়৷ এতে রয়েছেন কিশলয় চক্রবর্তী, রামকৃষ্ণ চক্রবর্তী, অমলেন্দু চক্রবর্তী, নীলকমল পুরকায়স্থ ও নির্মল শর্মা পুরকায়স্থ৷