করিমগঞ্জে বন্যাক্রান্তদের পাশে দাঁড়াল গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন
করিমগঞ্জ : করিমগঞ্জের বন্যা পীড়িতদের পাশে দাঁড়িয়েছে গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন নামের এনজিও৷ গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের কর্ণধার ও বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুল ইসলাম চৌধুরীর (পারুল) চৌধুরীর নেতৃত্বে করিমগঞ্জ শহর এলাকার বিভিন্ন শরণার্থী শিবিরে ত্রাণ সামগ্রী দেওয়া হয় গ্রিন ইন্ডিয়ার পক্ষ থেকে৷ প্রথম পর্যায়ে যেসব শিবিরে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়, সেগুলো হলো লঙ্গাই ডিআইসি অফিস, রোলান্ডস মেমোরিয়াল হাইস্কুল, মাইজডিহি বিদ্যার্থী স্কুল, কেশরকাপন এলপি স্কুল, পশ্চিম বটরশি এলপি স্কুল৷ এছাড়া আশপাশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়৷ সাহাবুল চৌধুরী, আশরফ চৌধুরী ছাড়াও গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের জার্সি পরিহিত প্রায় ৪০-৫০ জন স্বেচ্ছাসেবক ত্রাণ বন্টনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন৷ গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফে অন্যান্য এলাকায়ও ত্রাণ বন্টন অব্যাহত রয়েছে বলে জানা গেছে৷