Barak ValleyAssamNorth-East

করিমগঞ্জে বাজেয়াপ্ত ১২ কোটি টাকার হেরোইন, ধৃত ২ পাচারকারী

করিমগঞ্জ : করিমগঞ্জে পাচারের সময় আটক হল ১২ কোটি টাকার মাদক৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বুধবার সকালে পুলিশ রাতাবাড়ির ভেটারবন্দ-মিজোরাম সড়কে ওঁৎ পেতে বসে এই সাফল্য পায়৷ মিজোরাম থেকে রাতাবাড়ি অভিমুখে AS-11-EC-2082 নম্বরের একটি ভাঙ্গা-টিন-লোহা ও রাবার সামগ্রী বোঝাই টাটা ম্যাজিক গাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ৷

অভিযানে পুলিশ ভাঙ্গা ড্রাম থেকে ১২১টি সাবানের কেসে ১.৫ কেজি হেরোইন উদ্ধার করে৷ যার বাজারমূল্য ১২ কোটি টাকা হবে বলে সংবাদ মাধ্যমকে জানান পুলিশ সুপার পার্থপ্রতিম দাস৷

পুলিশ সুপার আরও বলেন, ওই কান্ডে জড়িত সাজু মোহাম্মদ ও আব্দুল কালামকে গ্রেফতার করা হয়েছে৷ এদের একজনের বাড়ি নিলামবাজারে এবং অন্যজন করিমগঞ্জের বাসিন্দা৷ মাদকগুলো আইজল থেকে সংগ্রহ করে নিলামবাজারে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল৷ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ৷

Show More

Related Articles

Back to top button