করিমগঞ্জে ব্যক্তি মালিকাধীন স্বাস্থ্যসেবা প্রদানকারীদের রেজিস্ট্রেশন করতে নির্দেশ

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এক বিজ্ঞপ্তি জারি করে ব্যক্তি মালিকানাধীন স্বাস্থ্য সেবা প্রদানকারীদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট পোর্টালে রেজিস্ট্রেশন করতে নির্দেশ দিয়েছেন। এতে জানানো হয়েছে যে করিমগঞ্জ জেলায় যেসব ব্যক্তি মালিকানাধীন ডাক্তারের চেম্বার, চক্ষু হাসপাতাল, দন্ত চিকিৎসা কেন্দ্র, ব্যাক্তি মালিকানাধীন হাসপাতাল ও নার্সিংহোম, পুনর্বাসন কেন্দ্র, ডায়গ্নস্টিক কেন্দ্র, ল্যাবরেটরি ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠান চলছে তাদের স্বত্বাধিকারীদের অবশ্যই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট পোর্টাল https://www.clinicalestablishments.gov.in এ রেজিস্ট্রেশন করতে হবে।
২০১০ সালের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস (রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) আইন অনুসারে এই নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশে আরো জানানো হয়েছে যে যেসব ব্যক্তি মালিকানাধীন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এখন পর্যন্ত তাদের রেজিস্ট্রেশন করেননি তাদেরকে ১৫ জুলাই এর মধ্যে অবশ্যই সংশ্লিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুসারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।