করিমগঞ্জে মোমবাতি মিছিল যুব কংগ্রেসের
করিমগঞ্জ : অশান্ত মণিপুরে কিছুতেই থামছে না হিংসার ঘটনা৷ দুই মহিলার নগ্ন ঘোরানোর ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি৷ অশান্তির ঘটনা ঘটছে একাধিক এলাকায়৷ দুই মহিলাকে দলবদ্ধ ধর্ষণ এবং বিবস্ত্র করে হাঁটানোর তীব্র নিন্দায় মুখর গোটা দেশ৷ ঘটনায় জড়িতদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে একাধিক দল সংগঠন৷
শনিবার সন্ধ্যায় মণিপুরের ঘটনার প্রতিবাদ জানানো হয় সীমান্ত শহর করিমগঞ্জেও৷ যুব কংগ্রেসের ডাকে এদিন শহরে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়৷ শহরের গঙ্গা ভান্ডারের সামনে থেকে মিছিল শুরু হলে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে৷ মিছিলে অংশগ্রহণ করেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ মণিপুরে সংগঠিত বর্বরোচিত ও অমানবিক ঘটনার কঠোর ভাষায় নিন্দা জানিয়ে দোষীদের কঠোর থেক কঠোরতম শাস্তি প্রদানের জন্য কেন্দ্র ও মণিপুর সরকারের কাছে দাবি জানান বিধায়ক কমলাক্ষ৷ তিনি বলেন, মণিপুরের বর্বরোচিত ও অমানবিক ঘটনা সভ্যসমাজকে কুলষিত করেছে৷ এরজন্য দায়ী সরকার৷ মণিপুরের আইন-শৃঙ্খলা, দাঙ্গা, মহিলাদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখবেন বলে জানান কমলাক্ষ৷
এদিনের মোমবাতি মিছিলে ছিলেন উত্তর করিমগঞ্জ সমষ্টি যুব কংগ্রেস সভাপতি করণ দাস পুরকায়স্থ, জেলা যুব কংগ্রেস সভাপতি নাসির হুসেন, সেবা দলের সভাপতি সন্দীপ নন্দী, NSUI জেলা সভাপতি সানু দাস, মাইজগ্রাম-সুতারকান্দি জেলা পরিষদ সদস্যা প্রতিনিধি বজলুল হক চৌধুরী সহ অনেকে৷