করিমগঞ্জে যোগ কর্মশালা ও প্রতিযোগিতা
করিমগঞ্জ : সামাজিক সংস্থা ক্যানডিড ইনিশিয়েটিভ ও পরমানন্দ যোগ মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার বিকেলে এক দিবসীয় যোগ কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ কর্মশালায় বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ বিএড কলেজের অধ্যাপক দেবলীনা দেব, যোগ প্রশিক্ষক মিশন ভট্টাচার্য, শ্যামসুন্দর হাই স্কুলের অধ্যক্ষ শুভ্রাংশু প্রকাশ দে, নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিস চন্দ্র দেব সহ আরও অনেকে৷ কর্মশালায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের বিষয়ে বক্তব্য তুলে ধরেন৷ অনু্ষ্ঠিত হয় যোগ ব্যায়াম ও প্রতিযোগিতা৷ পরমানন্দ যোগ মহাবিদ্যালয়ের ১৫ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন৷ এতে ‘ক’ বিভাগ থেকে স্নেহাক্ষিতা দাশ মজুমদার, ‘খ’ বিভাগ থেকে আরুশি গোয়ালা ও ‘গ’ বিভাগ থেকে মানালি চক্রবর্তী ও শুভঙ্কর সরকার যুগ্মভাবে ১ম স্থান অধিকার করে৷ প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন৷ এদিন পরমানন্দ যোগ মহাবিদ্যালয় থানা রোড শাখার পক্ষ থেকে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন যোগ শিক্ষিকা শিল্পা চক্রবর্তী সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক জয়দীপ দাশ মজুমদার৷