Wednesday, September 28, 2022

করিমগঞ্জে রবিবারের সাহিত্য আড্ডার মাসিক আসরে গ্রন্থ উন্মোচন

করিমগঞ্জ : ‘রবিবারের সাহিত্য আড্ডা’র মাসিক আসরে ২টি গ্রন্থ উন্মোচন হয় রবিবার৷ ১মে ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে’ সমবেত সংগীত পরিবেশন করেন নবীন কবি চান্দ্রেয়ী দেব, ছন্দা দাম৷ এরপর ড. গীতা সাহার কাব্যগ্রন্থ ‘গুলমোহর’ উন্মোচন করেন কবি নারায়ণ মোদক‘সীমান্তরশ্মি’ সাহিত্য পত্রিকার আবরণ উন্মোচন করেন প্রবীণ কবি শিখা দাশগুপ্ত৷ ড. গীতা সাহার উন্মোচিত গ্রন্থ সহ ইতিমধ্যে আরো ১১টি বই প্রকাশিত হয়েছে৷

সন্তোষ দত্ত কবিকে সাধুবাদ জানানোর পাশাপাশি বলেন, কবির এই নিরলস সাহিত্য সাধনা এই এলাকার নবীন কবিদের অনুপ্রেরণীয়৷ সমাজসেবী তথা প্রাক্তন শিক্ষক সুবীরবরণ রায় এ উপলক্ষে তাঁর বক্তব্যে বলেন, ‘আড্ডার সব সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় নানা প্রতিকূল অবস্থার মধ্যেও দীর্ঘদিন ধরে সাহিত্যের প্রতি দায়বদ্ধতার নজির রেখে চলেছে৷ সেটা প্রশংসার দাবি রাখে৷

কবি শিখা দাশগুপ্ত ‘সীমান্তরশ্মি’ সাহিত্য পত্রিকার উন্মোচন করে সম্পাদক নারায়ণ মোদকের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, এই এলাকার প্রবীণ-নবীন কবিদের এক ছাতার তলায় এনে তাঁদের সৃষ্টিকে প্রকাশের সুযোগ তিনি যেভাবে করে দিচ্ছেন সেটা আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে৷

সভার শেষ পর্যায়ে কবি নারায়ণ মোদক সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে আরো বই প্রকাশের মাধ্যমে আড্ডাকে প্রাণবন্ত করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন৷ উপস্থিত ছিলেন প্রাবন্ধিক বিনোদলাল চক্রবর্তী, কবি সুচরিতা সিংহ ও মনোমোহন রায়৷

Latest Updates

RELATED UPDATES