Barak Valley

করিমগঞ্জে শুরু বিজেপির সদস্য ভর্তি অভিযান

করিমগঞ্জ : জেলা ভিত্তিক বিজেপির সদস্য নবীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে করিমগঞ্জে৷ মঙ্গলবার প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থর উপস্থিতিতে সদস্য পদ নবীকরণ করিয়েছেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস৷ সঙ্গে সদস্য পদ নবীকরণ করিয়েছেন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যরা৷ দেশজুড়ে সদস্য নবীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে বিজেপিতে৷ মঙ্গলবার করিমগঞ্জ জেলায় শুরু হয়েছে এই নবীকরণ প্রক্রিয়া৷ এদিন কণাদ পুরকায়স্থর মাধ্যমে সদস্য নবীকরণ করান মিশন, সুব্রত সহ অন্যরা৷ পরে তাঁরা বলেন, বুধবার থেকে মণ্ডল ভিত্তিক সদস্য নবীকরণ প্রক্রিয়া শুরু হবে৷ এবার সদস্য নবীকরণের পাশাপাশি নতুন সদস্য ভর্তি অভিযানেও গুরুত্ব দিতে হবে৷ গত বছর লক্ষাধিক নতুন সদস্য ভর্তি করা হয়েছিল বলে মন্তব্য করেন মিশন-সুব্রত৷ কণাদ পুরকায়স্থ বলেন, প্রত্যেক ৫ বছর পর পর সদস্য নবীকরণ প্রক্রিয়া হয়৷ গত বছর দেশে ১৮ কোটি মানুষ নতুন সদস্য পদ নিয়েছিলেন৷ এবার দেশজুড়ে এর দ্বিগুণ সদস্য ভর্তি করা হবে বলেও মন্তব্য করেন কণাদ৷

Show More

Related Articles

Back to top button