Barak Valley

করিমগঞ্জে সীমান্ত ঘুরে দেখলেন মিশনরঞ্জন

করিমগঞ্জ : বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস করিমগঞ্জের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন৷ সোমবার তিনি তেশুয়া এলাকা পরিদর্শন করেন৷ সীমান্ত এলাকার সুরক্ষা নিয়ে কথা বলেছেন সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গেও৷ সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে বৈঠক করেন বাহিনীর সঙ্গে৷ পরে মিশনবাবু বলেন, বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে সীমান্ত এলাকায় একটু চাপা অসন্তোষ রয়েছে৷ তবে সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে বিএসএফ সক্ষম৷ এদিন ওই এলাকার কাঁটাতারের বাইরে থাকা পরিবারগুলোর সঙ্গেও কথা বলেন মিশনবাবু৷ এমনকি ভারত-বাংলাদেশের মধ্যে চলা রেল লাইনের কাজও খতিয়ে দেখেছেন বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ৷

Show More

Related Articles

Back to top button