Barak Valley
করিমগঞ্জে ১৪ সেপ্টেম্বর জাতীয় লোক আদালত
জনসংযোগ, করিমগঞ্জ, ৩১ আগষ্ট : সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলাও ১৪ সেপ্টেম্বর, শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। ওই দিন করিমগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায় দন্ডাধীশ আদালত প্রাঙ্গনে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। করিমগঞ্জের জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব জানিয়েছেন করিমগঞ্জ জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা আপোষ মিমাংসাযোগ্য দেওয়ানী ও ফৌজদারি মামলা ওই লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এতে আপোষ মিমাংসাযোগ্য মামলার উভয় পক্ষকে লোক আদালতের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ নিতে করিমগঞ্জ জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, ওই লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের পূর্বে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হয়। তাই সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের এই সুবিধাও নিতে আহ্বান জানানো হয়েছে৷