করিমগঞ্জে ২২ জুন পর্যন্ত বন্ধ সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

করিমগঞ্জ : ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলাশাসক মৃদুলকুমার যাদব আজ বৃহস্পতিবার এক আদেশ জারি করে জেলার সব সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২২ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন।
আদেশে জেলাশাসক বলেছেন, লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং বৃষ্টির জলে জেলার অধিকাংশ বিদ্যালয় জলমগ্ন হওয়ায় ছাত্রছাত্রীদের সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে আগামী ২২ জুন পর্যন্ত করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী কোনও পরীক্ষা যদি অনুষ্ঠিত হওয়ার কথা থাকে তবে তা যথারীতি অনুষ্ঠিত হবে। ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩০(২)(ভি) ধারা অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জুন জেলাশাসক এক আদেশ জারি করে ১৯ ও ২০ জুন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছিলেন। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এর সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।