Monday, October 3, 2022

করিমগঞ্জে ৬৮ কোটি টাকার নেশা জতীয় সামগ্রী জ্বালিয়ে দিল পুলিশ

করিমগঞ্জ : রাজ্যের অন্যান্য স্থানের মতো করিমগঞ্জ জেলায়ও প্রশাসন পুড়িয়ে দিলো প্রায় ৬৮ কোটি টাকার নেশা সামগ্রী৷ রয়েছে হেরোইন ৩kg ৬৫gr., Yaba Tablet ৫,৯৫,৩৬৬টি, ফেন্সিডিল ৭৬,১০৩টি, গাঁজা ৫,১৮৫ kg. প্রথমে এক্সেভেটরে নেশাজাতীয় সামগ্রীগুলি পিষে দেয়, তারপর এগুলো আগুনে পুড়ানো হয়৷ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ অসমের DIG, DC, .ন্যায় দন্ডাধীশ, SP, BSF আধিকারিক সহ অন্যান্যরা৷ করিমগঞ্জের জুনিটিলাতে এই drugs ধ্বংস কার্যসূচি চালানো হয়৷ উল্লেখযোগ্য, গত ক’মাসে পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে নেশাজাতীয় সামগ্রী জব্দ করে৷

Latest Updates

RELATED UPDATES