BARAK VALLEY

করিমগঞ্জ কাস্টমস অফিসে বিয়ের অনুষ্ঠান! জল্পনা তুঙ্গে

করিমগঞ্জ : সরকারি কার্যালয় ‘বিবাহ ভবন’! তাও আবার কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ শুল্ক বিভাগের কার্যালয়৷ যে কার্যালয়ে বিনা অনুমতিতে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ৷ কেন্দ্রীয় সরকারের এমন একটি গুরুত্বপূর্ণ কার্যালয়ে কীভাবে বিয়ের আসরের আয়োজন করা হল? এ নিয়ে মঙ্গলবার সীমান্ত শহরে দিনভর চলছিল জল্পনা৷ কার্যালয়ের আধিকারিক সহ অন্যান্য কর্মচারীর কাছেও এনিয়েও কোনও সদুত্তর পাওয়া যায়নি৷

শহরের শিববাড়ি রোডে রয়েছে কেন্দ্রীয় সরকারের শুল্ক বিভাগের কার্যালয়টি৷ কার্যালয় চত্বর রয়েছে বেশ কিছু খালি জায়গা৷ সেইসঙ্গে রয়েছে কার্যালয়ের ভেতরে ভবনের মতো বিশাল পরিসর৷ কার্যালয়টির চতুর্দিকে দেওয়াল সহ দুটি প্রবেশ দ্বারও রয়েছে৷ আর এই সুব্যবস্থার সুযোগ নিয়েই শুল্ক বিভাগের কার্যালয়টি বিবাহ ভবনে পরিণত হয়ে পড়ে৷ জানা গেছে, দু’দিন আগে থেকেই গোটা কার্যালয় চত্বরকে সাজিয়ে তোলার কাজ চলছিল৷ সোমবার রাতে কার্যালয়ের ভেতরে বাহারি আলোর রোশনাই সহ লোকজনের জমায়েত জমজমাট আসর প্রত্যক্ষ করেন স্থানীয় জনতা৷ একটি সরকারি কার্যালয়ে জমজমাট আসর কিসের? স্থানীয় কৌতুহলী জনতা খবর নিয়ে জানতে পারেন, শুল্ক বিভাগের কার্যালয়ে শিববাড়ি রোডের এক যুবকের বিয়ের পার্টি চলছে৷

মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে বৌভাত অনুষ্ঠানের ছবি সহ ভিডিও ভাইরাল হতেই শহরের কৌতুহলী জনতা কার্যালয়ের সম্মুখে ভিড় জমাতে শুরু করেন৷ এক সময় খবর পেয়ে সংবাদ মাধ্যমের লোকেরাও কার্যালয়ে এসে উপস্থিত হন৷ খবর নিয়ে জানা যায়, সোমবার রাতে বিয়ের পার্টি চলাকালীন শুল্ক বিভাগের কার্যালয়ের কয়েকটি কক্ষ পর্যন্ত খোলা ছিল৷ শুল্ক বিভাগের গুরুত্বপূর্ণ নথি যেখানে রাখা ছিল, সোমবার রাতে এই কক্ষগুলোতেই জমজমাট বিয়ের আসর বসছিল৷ এনিয়ে, সচেতন মহলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে যে, একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে বিয়ের পার্টি আয়োজন কীভাবে করা হল? এই কার্যালয়ের আধিকারিকদের কাছে কী এই বিষয়ে আগাম খবর ছিল? তিনি কী অনুমতি দিয়েছিলেন? যদি তার বিনা অনুমতিতে এমন কাজ হয়ে থাকে, তাহলে তিনি আইনানুগ কী ব্যবস্থা গ্রহণ করেছেন? একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়কে এমন অনুষ্ঠান কী আদৌ যুক্তিযুক্ত? কার ভুলে এমন ঘটনা? এই সব প্রশ্নের জবাব কার্যালয়ের কর্তাব্যক্তির উপর বর্তায় বলে সচেতন মহলের দাবি৷

এমন ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে৷ মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে শুল্ক বিভাগের কার্যালয়ে উপস্থিত হলে কর্তব্যরত কোনও কর্মচারী এ ব্যাপারে মুখ খুলতে নারাজ৷

Show More

Related Articles

Back to top button