Thursday, September 29, 2022

করিমগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয় বহুমুখী সমস্যায় জেরবার; নেই স্থানীয় অধ্যক্ষ, বিকল জেনারেটর, ক্ষুব্ধ অভিভাবকরা

করিমগঞ্জ : ৩ বছরেরও বেশি সময় থেকে স্থায়ী অধ্যক্ষ নেই করিমগঞ্জের কেন্দ্রীয় বিদ্যালয়ে৷ স্থায়ী অধ্যক্ষ নিযুক্ত না হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে স্কুল পরিচালিত হচ্ছে৷

স্কুলের জন্য বরাদ্দ হওয়া জেনারেটর জায়গা জুড়ে রয়েছে৷ এমনিতে পড়ে থাকায় নষ্ট হচ্ছে জেনারেটরটি৷ তীব্র দাবদাহে পড়ুয়াদের অবস্থা নাজোহাল৷ ক্লাস চলাকালীন বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে শিখন সামগ্রী অচল হয়ে পড়ে৷

এককথায়, কেন্দ্রীয় সরকারের এই শিক্ষা প্রতিষ্ঠানটি অবহেলার নিদর্শন বহন করে চলেছে৷ এর জ্বলন্ত প্রমাণ বিকল জেনারেটর৷ এনিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে৷

করোনাকালে মোবাইলে যে পড়া দেওয়া শুরু হয়েছিল, তা এখনও চলছে! ফলে ছাত্রছাত্রীদের যেমন মোবাইলে আসক্তি বাড়ছে, তেমনি কমছে চোখের জ্যোতিও৷ এসব ক্ষেত্রে অধ্যক্ষের নজর দেওয়া দরকার৷

Latest Updates

RELATED UPDATES