করিমগঞ্জ জেলায় বিদ্যালয়গুলিতে গ্রীষ্মের ছুটি উচ্চ ও উচ্চতর মাধ্যমিকে ৬ জুলাই থেকে এবং এলপি ও এমইতে ৭ জুলাই থেকে
জনসংযোগ, করিমগঞ্জ, ২৯ জুন : করিমগঞ্জের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত এক আদেশে জানিয়েছেন বরাক উপত্যকা ছাড়া আসামের সব জেলায় গ্রীস্মের ছুটি ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে। ওই আদেশে মাধ্যমিক শিক্ষার শিক্ষা বর্ষপঞ্জি বা একাডেমিক ক্যালেন্ডার অনুসারে করিমগঞ্জ জেলার উচ্চ ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি ৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে। পাশাপাশি, প্রাথমিক শিক্ষার বর্ষপঞ্জি হিসেবে করিমগঞ্জ জেলার নিম্ন প্রাথমিক ও মধ্য ইংরাজি বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি ৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে। এতে মাধ্যমিক শিক্ষার বর্ষপঞ্জিতে ১থেকে ৫ জুলাই গ্রীষ্মের ছুটি চলতি বছরের ১৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর দুর্গাপূজার ছুটির সাথে যোগ করে দেওয়া হয়েছে। একইভাবে প্রাথমিক শিক্ষার বর্ষপঞ্জিতে জেলায় ১থেকে ৬ জুলাই পর্যন্ত গ্রীষ্মের ছুটি ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দূর্গা পূজার ছুটির সাথে যোগ করে দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে।