SportsBarak Valley

করিমগঞ্জ দলকে সংবর্ধনা প্রদান

করিমগঞ্জ : আর জি বরুয়া রানার্স করিমগঞ্জ দলকে আজ করিমগঞ্জে সংবর্ধনা প্রদান করা হয়েছে৷ দুপুরে করিমগঞ্জে এসে পৌঁছন দলের সদস্যরা৷ সীমান্ত জেলার ইয়ুথ স্কোয়ার ক্লাব ঘাট লাইন পয়েন্টে দলটিকে প্রথম সংবর্ধনা দেয়৷ এরপর সরকারি স্কুলের মাঠে করিমগঞ্জ ডিএসএ-র পক্ষ থেকেও সংবর্ধনা প্রদান করা হয়৷ উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী, সচিব সুদীপ চক্রবর্তী, যুগ্মসচীব সন্দীপ সেন, ফুটবল সচিব মৃণালকান্তি দাস প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button