Wednesday, September 28, 2022

করিমগঞ্জ প্রেস ক্লাবের শহিদ শ্রদ্ধা

করিমগঞ্জ : যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস পালিত হল করিমগঞ্জ শম্ভু সাগর উদ্যানে৷ এ দিন শহিদ জগন-যিশুর প্রতি শ্রদ্ধা জানালো করিমগঞ্জ প্রেস ক্লাব ৷ প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ, সম্পাদক অরূপ রায়, সদস্য জুলি দাস সহ অন্যরা নিবেদন করেন৷ সন্ধ্যায় শহিদদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হয়৷

Latest Updates

RELATED UPDATES