Barak Valley
করিমগঞ্জ বাইপাসে সড়ক দুর্ঘটনা, হত কিশোরী
করিমগঞ্জ : করিমগঞ্জের বাইপাসের সড়ক দুর্ঘটনা । ঘটনায় হত এক কিশোরী । দ্রুতগামী কারের ধাক্কায় প্রাণ হারিয়েছে ফজিলা বেগম নামের বারো বছরের কিশোরী । জানা গেছে হত কিশোরীর বাড়ি স্থানীয় কানিশাইল এলাকায় । বৃহস্পতিবার বিকালে গাড়ির ধাক্কায় ঘঠনাস্থলে মৃত্যু হয় তার । এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে এরসঙ্গে ঘাতক গাড়িটি জব্দ করেছে পুলিশ ।