Barak Valley

করিমগঞ্জ রাধামদনমোহন জিউর মন্দিরে সাতদিনব্যাপী অনুষ্ঠান

করিমগঞ্জ : করিমগঞ্জ রাধামদনমোহন জিউর মন্দিরে আগামী ১১-১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ বুধবার এক সাংবাদি সম্মেলন করে এ তথ্য তুলে ধরেছেন মন্দির কমিটির কর্মকর্তারা৷ তাঁরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে অনুষ্ঠান৷ প্রথমে রয়েছে মূল শ্লোক পাঠ, বিকেল ৫টা থেকে ভাগবত পাঠ, মহাপুরাণ কথা, জ্ঞানযজ্ঞ ইত্যাদি৷ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন পার্থসারথি গোস্বামী সহ সংগীত শিল্পীদের একটি দল৷ কলকাতা থেকে আসবেন তাঁরা৷ এছাড়া আসছেন সংগীত শিল্পী দেবনাথ শর্মা৷ যন্ত্রসঙ্গীতে থাকছেন তবলা বাদক সঞ্জয় হালদার ও বাঁশি বাদক সমীর কর্মকার, অক্টোপ্যাডে কমল আদক, সিন্থেসাইজারে স্বপন চ্যাটার্জি, মন্দিরায় স্বপন সাহা৷ পুরোহিত পণ্ডিতের আসনে থাকবেন রামেশ্বর পাণ্ডা ও গোপীনাথ গোস্বামী৷ তাছাড়া ৭ দিনের এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে করিমগঞ্জের নৃত্যশিল্পীদের একটি দল৷ মন্দির কমিটির কর্মকর্তারা আরও জানান, ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় থাকবে যজ্ঞানুষ্ঠান, দুপুরে মহাপ্রসাদ বিতরণ৷ অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য সবার উপস্থিতি কামনা করেছে মন্দির কমিটি৷

Show More

Related Articles

Back to top button