করিমগঞ্জ হাসপাতালে হোমগার্ডের মারে যুবকের মৃত্যু
করিমগঞ্জ : ফের বিতর্ক করিমগঞ্জ সিভিল হাসপাতালে৷ শনিবার সকালে ‘মৃত শিশুর’ ঘটনার কয়েক ঘন্টা পর চিকিৎসকের অবহেলা আর কর্তব্যরত পুলিশের প্রহারে দুল্লভছড়ার এক রোগীর মৃত্যু অভিযোগ প্রকাশ্যে এসেছে৷
ঘটনার বিবরণে প্রকাশ, দুল্লভছড়া ভেটারবন্দের ৪৭ বছরের সুজিত দাসকে শুক্রবার অসুস্থ অবস্থায় করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ কিন্তু শনিবার বিকেলে অচেতন অবস্থায় সুজিত দাস হাসপাতালের বেডে শৌচকর্ম করেন৷ অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত দুই পুলিশকর্মী তখন স্যালাইন চলা অবস্থায় অসুস্থ সুজিত দাসকে মারপিট করেন৷ যার ফলে কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার৷ এমন অভিযোগ এনে মৃতের পরিবারের লোকেরা হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেন৷ খবর সদর ওসি, ম্যাজিস্ট্রেট সহ সদলবলে থানায় ছুটে আসেন৷ ঘটনার সঠিক বিচারের দাবি তোলেন মৃতের পরিবারের লোকেরা৷