Updates
করিমগঞ সারা আসাম আমোলা সংস্থার প্রতিষ্ঠা দিবস ৪ই
করিমগঞ : সারা আসাম আমোলা সংস্থার প্রতিষ্ঠা দিবস পালন করা হবে করিমগঞ্জে । কেন্দ্রীয়ভাবে ৯৭তম প্রতিষ্ঠা দিবস পালন হবে করিমগঞ্জ জেলা সংস্থার আমোলা সংস্থার সৌজন্যে । আগামী ৪ই সেপ্টেম্বর বুধবার করিমগঞ্জের অলিচা হোটেলের সভাকক্ষে স্থান নির্ধারণ করা হয়েছে । এনিয়ে বুধবার বিকালে সুভাষনগরস্থিত পূর্ত বিভাগের ডিভিশন কার্যালয়ে জরুরীকালনী সভায় আয়োজন করা হয় । সভায় জেলা আমোলা সংস্থার বিভিন্নজনের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় । উপস্থিত ছিলেন জেলা আমোলা সংস্থার সভাপতি সাহাব উদ্দিন চৌধুরী, সম্পাদক উত্তম ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সত্যব্রত চৌধুরী সহ অনেকে ।