North-East

কল্যাণ দিঘিতে উদ্ধার মুণ্ড, জনমনে চাঞ্চল্য

উদয়পুর : আজ কাকভোরে কল্যাণ দিঘিতে উদ্ধার হয় এক ব্যক্তির মুণ্ড৷ আজ ভোরে ৪:৩০টা নাগাদ প্রাতঃভ্রমণকারীরা প্রথমে মুণ্ডটি দেখতে পান৷ এই খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়৷ স্থানীয় পঞ্চায়েত প্রধান মন্টু দাস ঘটনাস্থলে ছুটে যান৷ থানার ASI অর্জুন মজুমদার ঘটনাস্থলে গিয়ে কল্যাণ দিঘির জল থেকে নিজে উদ্যোগ নিয়ে কল্যাণ দিঘির দক্ষিণ-পূর্ব কোণের পাকা বাঁধানো পাড়ের থেকে ১০ মিটার উত্তর দিক থেকে একটি বাঁশ দিয়ে কাছে এনে মুণ্ডটি উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন৷ সেখানে ময়নাতদন্ত করা হয় মুণ্ডটির৷ পরে ফরেন্সিকে পাঠানো হয়েছে মুণ্ডটিকে৷

পুলিশ জানিয়েছে, এই মুণ্ডটি বেশি দিনের পুরনো নয়৷ রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে৷ আজ হঠাৎ কীভাবে এই মুণ্ড কল্যাণ দিঘিতে ভেসে উঠেছে, না কি অন্য কেউ এই মুণ্ডটি কল্যাণ দিঘির জলে ফেলে দিয়েছে–এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে আজ দুপুরে কল্যাণ দিঘির জলে নামানো হয়েছে SDRF-র ১০ জনের ১টি টিম৷ কল্যাণ দিঘির জলে কোনও মৃতদেহ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে৷

এদিকে, পুলিশ তদন্ত করছে, সাম্প্রতিককালে কোনও নিখোঁজ বা খুন খারাপির কোনও কেস ডাইরি রয়েছে কি না৷

প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, গত ৬ মাসে এ ধরনের ঘটনার কোন খবর নেই৷ এ বিষয়ে মাতাবাড়ি মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তী জানান, শাস্ত্রীয় মতে কল্যাণ দিঘির জল কোনও কারণে অপবিত্র হলে ৪৫ দিন পর কল্যাণ দিঘির জলে গঙ্গাপুজা করে ওই দিঘির জল পবিত্র করে দেওয়া হয়৷ আজ থেকে ৪৫ দিন পর ওই জলে গঙ্গাপুজা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্দির পরিচালক তথা ম্যানেজার মানিক দত্ত৷ তিনি জানান, এর আগেও ২০১৮ সালে খোয়াই এলাকার এক ব্যক্তি কল্যাণ দিঘিতে স্নান করতে গিয়ে মারা যান৷ সেবারও গঙ্গাপুজা দিয়ে এর জল পবিত্র করা হয়েছিল৷

Show More

Related Articles

Back to top button