কাছাড় দিবসের থিম সং উন্মোচিত হল আজ
শিলচর : ‘কাছাড় জেলা দিবস’ উদযাপন উপলক্ষে ডিসি রোহন কুমার একটি থিম সং উন্মোচন করেন৷ পুলিশ সুপার নোমাল, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন মঙ্গলবার ডিসি অফিসের নতুন কনফারেন্স হলে সাংবাদিকদের উপস্থিতিতে, থিম সংটি বাজানো হয়৷ অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসক রোহন কুমার ঝা এবং অন্যান্য কর্মকর্তাদের দ্বারা অত্যন্ত প্রশংসা করেন৷
উল্লেখ্য যে, থিম সংটি কাছাড় জেলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক পটভূমিকে চিহ্নিত করে মূলত একজন প্রখ্যাত কবি, গীতিকার ও গায়ক বিশ্বজিৎ ভট্টাচার্য লিখেছেন এবং গানটি রেকর্ড করেছেন বরাকের জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘দলছুট’৷
উদযাপনের অঙ্গ হিসেবে জেলাকে একটি পরিচ্ছন্ন জেলা করার জন্য মঙ্গলবার শিলচরের পৌর এলাকাগুলিকে পরিষ্কার করার জন্য জেলা প্রশাসন একটি অভিযান শুরু করেছে৷ কাছাড়ের ডিসি রোহন কুমার ঝা সহ পুলিশ সুপার নোমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায় শিলচর শহরের capital point-এ মেগা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন এবং শিলচর পৌর বোর্ডের কর্মীদের ব্যাগ বিতরণ করেন৷