কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন


কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন সমিতির উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মদিন উপলক্ষে ২৬ মে সোমবার সকাল ৮ টায় শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে এক শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পার্ক রোড স্থিত কবির মূর্তিতে শ্রদ্ধা জানানো হয়। কবির মূর্তিতে মাল্যদান করেন উদযাপন সমিতি’র সভাপতি শিহাব উদ্দিন আহমেদ, সম্পাদক নকুল রঞ্জন পাল, সহ পুষ্পার্ঘ্য অর্পণ করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, নির্মল কুমার দাস, সাধন পুরকায়স্থ, সুব্রত নাথ, ডঃ অজয় রায়, ডাঃ এম শান্তি কুমার সিংহ, চাম্পালাল দাস, ভবতোষ চক্রবর্তী, সরল পাল প্রমুখ।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শহরের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র – ছাত্রী সহ ছাত্র সংগঠন এ আই ডি এস ও, যুব সংগঠন এ আই ডি ওয়াই ও কাছাড় জেলার সদস্যরা। এখানে উল্লেখ করা যেতে পারে যে সমিতির পক্ষ থেকে ২৭ মে সন্ধ্যা ৬ ঘটিকায় শিলচর গান্ধীভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় মুখ্য বক্তা হিসাবে উপস্থিত থাকবেন কলকাতার নজরুল সাংস্কৃতিক পরিষদের অন্যতম সদস্য মহি উদ্দিন মান্নান। এছাড়াও বক্তব্য রাখবেন হাইলাকান্দির এস এস কলেজের বাংলা বিভাগের প্রধান তথা কবি, গল্পকার ও গবেষক ডঃ মমতাজ বেগম বড়ভুঁইয়া এবং বড়খলার রাজা জি সি মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা পাপড়ি ভট্টাচার্য প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শহরের বিশিষ্ট শিল্পীরা নজরুল গীতি এবং কবিতা আবৃত্তি পরিবেশন করবেন। বর্তমান রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিন্তা সমাজের মধ্যে আরও বেশি করে তুলে ধরার লক্ষ্যে উদযাপন সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে সর্বস্তরের জনগণের উপস্থিতি একান্তভাবে কামনা করে কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন সমিতি।সংবাদদাতাপ্রশান্ত ভট্টাচার্যকাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন সমিতি, কাছাড়।