Barak ValleyBusiness

ইদের নামে চাঁদা নিয়ে করিমগঞ্জে ব্যবসায়ীদের মারপিট

করিমগঞ্জ : হিন্দুদের দুর্গাপূজার আদলে এবার চাঁদা সংস্কৃতির আমদানি হয়েছে মুসলিমদের ইদেও৷ ইদের নামে চাঁদা চাইতে গিয়ে মারামারির ঘটনা ঘটেছে শহরে৷ চাঁদার বিরোধিতা করায় মার খেয়ে গুরুতর জখম হয়ছেন বদরুল হক, আলতাফ হুসেন, জয় রাঠোর সহ আরও ক’জন ব্যবসায়ী৷ ঘটনাটি সোমবার রাতের ছন্তরবাজারে৷

জানা গেছে, হাদারগ্রাম এলাকার কতিপয় যুবক সর্বজনীন ইদ পালনের উদ্যোগী হয়েছে৷ এ নিয়ে তারা দোকানে চাঁদা সংগ্রহে নেমে পড়ে৷ সোমবার চাঁদা সংগ্রহে বের হয়ে বেশ ক’জায়গায় বাধার সম্মুখীন হয় তারা৷ অবশেষে আসে ছন্তরবাজারে৷ ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইলে তারা প্রতিবাদ সাব্যস্ত করেন৷ ইদে কেন চাঁদা দেওয়া হবে এ নিয়ে প্রশ্ন তোলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ব্যবসায়ীরা৷ তাদের প্রশ্ন বারোয়ারিভাবে ইদ পালনের কোনও প্রচলন নেই৷ তাহলে চাঁদা কেন? তবে চাঁদার জন্য উত্তেজিত হয়ে ওঠে ওই যুবক বাহিনী৷ এ নিয়ে একসময় মারামারিতে জড়িয়ে পড়ে উভয়পক্ষ৷ এতে গুরুতর আহত হন বদরুল, নজরুল, জয় সহ আরও ক’জন৷ এদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গেছে চাঁদা সংগ্রহকারীরা হাদারগ্রাম এলাকার বাসিন্দা৷ এতে বছলা, জয়নাল সহ আরও ক’জনকে শনাক্ত করা হয়েছে৷ তবে এদিন রাতে প্রচন্ড ঝড় হওয়ায় বাজার কমিটির তরফে মামলা করা সম্ভব হয়নি বলেও জানা গেছে৷

Show More

Related Articles

Back to top button