Tuesday, December 6, 2022

কালী-বিতর্কে মহুয়ার বিরুদ্ধে FIR দন্ত চিকিৎসকের

শিলচর : কালী-বিতর্কে পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে FIR দায়ের হল শিলচরেও৷ বৃহস্পতিবার শিলচর সদর থানায় ওই সাংসদদের বিরুদ্ধে FIR দায়ের করেন বিশিষ্ট দন্ত চিকিৎসক প্রদীপ কুমার দাস৷ তাঁর অভিযোগ, সাংসদ মৈত্র মা কালীর নামে বিতর্কিত মন্তব্য করে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন৷ অবিলম্বে সাংসদের বিরুদ্ধে আইনানুযায়ী বিহিত ব্যবস্থা গ্রহণেরও আর্জি জানান ডাঃ দাস৷ প্রসঙ্গত, পরিচালক লীনা মানিমেকালাইয়ের এক তথ্য চিত্রের পোষ্টারে মা কালীকে ধূমপান করতে দেখা যায়৷ এনিয়ে বিতর্ক হতেই তৃণমূল সাংসদ মৈত্র বলেন, ‘কালী মাংস ও সুরা পানকারী দেবতা৷’ তাঁর এই মন্তব্যে তীব্র বিতর্ক দেখা দেয়৷ কলকাতায়ও বহু FIR জমা পড়ে৷

Latest Updates

RELATED UPDATES