Tuesday, September 27, 2022

কাল উচ্চমাধ্যমিকের রেজাল্ট

কী করে সহজে মিলবে ফলাফল, উৎকণ্ঠায় বন্যা-বিধ্বস্ত পড়ুয়ারা

নিজস্ব প্রতিবেদন, শিলচর, ২৬ জুন : সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে । সকাল ৯টায় ঘোষণা করা হবে ফলাফল। ট্যুইটার হ্যণ্ডেলে এ তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। নির্ধারিত ওয়েবসাইট সহ স্কুল-কলেজে মিলবে এই ফলাফল। প্রশ্ন হচ্ছে, বানভাসি শিলচরের পড়ুয়ারা কীভাবে ফলাফল জানবেন? নির্দিষ্ট স্কুল-কলেজে গিয়ে ফলাফল জানা বেশিরভাগ পড়ুয়াদের ক্ষেত্রেই অসুবিধের হবে। কারণ শহরের বেশিরভাগ এলাকা এখনও জলমগ্ন। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ হয় জলে ডুবে আছে নয়তো শরণার্থী শিবির হয়ে আছে। শুধু তাই নয়, পড়ুয়ারা সহজে ওয়েবসাইট ঘেটে ফলাফল জানবেন, তাও প্রায় দুষ্কর। কারণ বেশিরভাগ এলাকাতেই বিদ্যুত নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। নেই ইন্টারনেট পরিষেবাও। ফলেই রেজাল্ট কী করে জানবেন এই বন্যা-বিধ্বস্ত শহর তথা শহরতলিতে, তা নিয়েই এবারে নতুন করে উৎকন্ঠায় পড়ুয়ারা।

Latest Updates

RELATED UPDATES