Updates
কাল গণেশ চতুর্থী, পুজোর আমেজ করিমগঞ্জে
করিমগঞ্জ : আগামী শনিবার গণেশ চতুর্থী উৎসব নিয়ে করিমগঞ্জ শহর জুড়ে সাজো সাজো রব৷ দুর্গাপূজার আগেই করিমগঞ্জবাসী এখন মেতে উঠেন গণেশ পূজা নিয়ে৷ আগে আগমণীর আগমণ বার্তা বয়ে আনতো বিশ্বকর্মা পূজা৷ কিন্তু বিগত কয়েক বছর ধরে বিশ্বকর্মা পূজার আগেই করিমগঞ্জে পুজোর আমেজ তৈরী হয়৷ ছোটবড় মিলিয়ে সর্বজনীন গণেশ পূজার সংখ্যা প্রায় ১৩৷ এবার এখানে নজর কাড়বে বেশ কয়েকটি পুজো মণ্ডপ৷ শহরে গণেশ পুজোর সংখ্যা বেড়ে যাওয়ায় খুশি করিমগঞ্জের মৃৎশিল্পীরা৷