কৃত্রিম বন্যায় নাজোহাল বদরপুর শহর, হেলদোল নেই পৌরসভার, ক্ষোভ
বদরপুর : কৃত্রিম বন্যায় ভাসছে বদরপুর৷ বর্তমান পৌরবোর্ড এই জ্বলন্ত সমস্যা সমাধানে ব্যর্থ বলে অভিযোগ শহরের নাগরিকদের৷ বদরপুর মিশন রোড এলাকার বেহাল নিকাশি ব্যবস্থার জন্য ১০ বছর ধরে ভুগছেন জনগণ৷ জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় ভয়াবহ রূপ নিচ্ছে শহর এলাকা৷ বর্তমান শাসক দলের পৌরবোর্ড কি এই জ্বলন্ত সমস্যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে পারবে কি? এ প্রশ্ন শহরবাসীর৷ বেহাল নিকাশি ব্যবস্থার জন্যই ডুবে রয়েছে অনেক রাস্তা৷ কৃত্রিম জলে ভয়াবহ রূপ নিয়েছে৷
বদরপুর শহরের মিশন রোড কৃত্রিম বন্যার জলে ডুবে রয়েছে৷ ফলে এলাকার জনগণকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ এছাড়াও জুমবস্তি, মিশন রোড, দিঘির পার এলাকাগুলিতে মিনি বন্যার সৃষ্টি হয়েছে৷ অনেকের ঘরে জল৷ একইভাবে বদরপুর রিটায়রমেন্ট কলোনি, সালেবাড়ি, চাউলিবিল, অনুকুল মন্দির এলাকা, নেতাজিপল্লিতে জমা জলে ব্যতিব্যস্ত জনজীবন৷ নতুন পৌরবোর্ড, প্রশাসন, সরকার কিংবা বিধায়ক কেউই বদরপুর শহরে জল নিষ্কাশনে কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ৷