কোরবানির পশু হাট থেকে নিয়ে যেতে বাধা গ্রস্ত হলে পুলিশে খবর দিতে হাইলাকান্দির সর্বদলীয় বৈঠকে আহ্বান
জনসংযোগ, হাইলাকান্দি, ১৩ জুন : হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদুল আযহা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে প্রশাসনের উদ্যোগে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। ডিডিসি অ্যালডার্ড ফারহীন এর পৌরোহিত্যে সভায় জেলার বিভিন্ন ইদগা কমিটির কর্মকর্তা, সার্কেল অফিসারগণ এবং পুলিশ আধিকারিকরা অংশ নেন। সভায় জানানো হয় যে, কোরবানির পশু হাট থেকে কিনে নিয়ে যাবার সময় পথিমধ্যে যদি কোন দুষ্কৃতি বাধা দেয়, সেক্ষেত্রে নিকটবর্তী থানায় অবিলম্বে জানাতে হবে। তবে ক্রয় করা পশুর রশিদ অবশ্যই সঙ্গে রাখতে হবে। অন্য ধর্মের আরাধ্য কোন পশু কোরবানির দৃশ্য যাতে সোসিয়াল মিডিয়ায় কোন অবস্থাতেই পোস্ট করা না হয় সেদিকে দৃষ্টি রাখতে সভায় উপস্থিত মুসলিম সম্প্রদায়ের কর্মকর্তাদের প্রতি প্রশাসন থেকে আবেদন জানানো হয়। উৎসবের দিন প্রকাশ্যস্থানে কোরবানির কাজ না করতে সভায় প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়। কোরবানির বর্জ্য মাটির গভীরে পুতে রাখতে বলা হয়। পাশাপাশি যদি কোন সন্দেহজনক অবশিষ্টাংশ পাওয়া যায়,তবে তা পুলিশকে অবহিত করতে সভায় জানিয়ে দেওয়া হয়। সভায় ইদগা কমিটি গুলিকে যানজট মোকাবিলা করতে উদ্যোগ দিতে বলা হয় এবং তাদের ভলান্টিয়ারদের নামের তালিকা সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়। সভায় প্রশাসন থেকে জানানো হয় যে হাইলাকান্দি শহরের নিকাশী নালাগুলি খুব শীঘ্রই পরিষ্কার করা হবে। ম্যাজিস্ট্রেট বিভাগের দায়িত্বে থাকা এডিসি অমিত পারবোসা সভায় জানান যে, সোসিয়াল মিডিয়ার উপর উৎসবের দিন কড়া দৃষ্টি রাখা হবে যাতে কোন দুষ্কৃতী অবাঞ্ছিত কোন ফটো পোস্ট করতে না পারে। সভাপতির ভাষণে ডিডিসি ফারহীন জেলার থানা পর্যায়ে অনুরুপ সর্বদলীয় বৈঠক আহ্বান করা হবে বলে জানান। সভায় অন্যান্যদের মধ্যে ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট সুরজিৎ চৌধুরী,মৌলানা সারিমুল হক লস্কর, হাফিজ আবুল হোসেন মাঝারভূঁইয়া প্রমুখ অংশ নেন।