ক্রীড়া সংবাদ জগতের ৮ জনকে সম্মাননা করিমগঞ্জ ডিএসএর
করিমগঞ্জ : খেলাধূলার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ অবদানের জন্য ক্রীড়া ও সংবাদ জগতের ৮ জনকে সম্মাননা জানালো করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা৷
মঙ্গলবার সন্ধ্যায় করিমগঞ্জ DSA অভিরুচি ক্রীড়া দিবস পালন করেছে৷ এই উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয় জেলার কয়েকজন সাংবাদিক ও প্রাক্তন খেলোয়াড়কে৷ করিমগঞ্জ প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সতু রায়, পেনশন প্রাপ্ত সাংবাদিক মিহির দেবনাথ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অরূপ রায়, সাংবাদিক হিল্লোল দত্ত ও মাসুম চৌধুরীকে সহ প্রাক্তন খেলোয়াড় নিত্যগোপাল দাস, দিপালী দাস এবং রীতা চক্রবর্তীকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়৷
সভায় বক্তব্য রাখেন বিমানবিহারী সিনহা, অমলেশ চৌধুরী, মিহির দেবনাথ, অরূপ রায়, জাকির হুসেন প্রমুখ৷ মানপত্র পাঠ করেন সুদীপ চক্রবর্তী৷ সবাইকে উত্তরীয় পরিয়ে উপহার সহ মানপত্র তুলে দেওয়া হয়৷ তুলে দেন বিমান বিহারী সিনহা, আশিস চৌধুরী, অমরেশ চৌধুরী, আশিস নাগ প্রমুখ৷ অনুষ্ঠান শেষে যোগাসনে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়৷