Barak Valley
গীতবিতানের রবীন্দ্র প্রণাম
করিমগঞ্জ : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে স্থানীয় শম্ভুসাগর পার্কে সকাল ৭টায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়৷ সংস্থার তরফে মধুমিতা তরাত পুষ্পাঞ্জলি নিবেদন করেন৷ বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির পক্ষ থেকে পুষ্পাঞ্জলি নিবেদন করেন বিষ্ণুপদ নাগ৷ ‘বরিষ ধারার মাঝে’ গানটি পরিবেশন করেন গীতবিতানের শিল্পীরা৷ ছিলেন মধুমিতা তরাত, চন্দ্রিমা তরাত, জয়শ্রী দেব, তানিয়া দে, স্বাগতা চক্রবর্তী৷ সমবেত নৃত্য পরিবেশনায় ছিলেন পঞ্চতপা শর্মা লস্কর এবং তানিয়া দে৷ শিল্পীদের তবলায় সহযোগিতা করেন সুরজ চক্রবর্তী, মন্দিরাতে ছিলেন বিষ্ণুপদ নাগ৷