Assam
গুয়াহাটিতে ঘুষ নিয়ে গ্রেফতার লাট মন্ডল
গুয়াহাটি : দাবি করা টাকা নিয়ে এবার দুর্নীতি নিবারণ শাখার জালে গুয়াহাটি সার্কল অফিসের লাট মন্ডল অচ্যুত দাস৷ অচ্যুতের কাছ থেকে ঘুষের ৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়৷
দুর্নীতি নিবারণ শাখার সূত্রে জানা গেছে, এক ব্যক্তি উলুবাড়ির অফিসে অভিযোগ দায়ের করে জানান, গুয়াহাটির উলুবাড়িস্থিত সার্কর অফিসের লাট মন্ডল অচ্যুত দাস তার মাটির কাজ করিয়ে দেবার জন্য প্রথমে ৯ হাজার টাকা ঘুষ দাবি করে, পরে অনেক অনুরোধের পর ৮ হাজার টাকায় নেমে আসে৷
এদিকে দাবি করা টাকার মধ্যে ৫ হাজার টাকা নেওয়ার পর সময় শনিবার পরিকল্পনা অনুযায়ী হাতে নাতে ধরা হয় অচ্যুত দাসকে৷ অচ্যুতের কাছ থেকে আরও ₹৯,৫০০ উদ্ধার হয়৷ রবিবার অচ্যুতকে গুয়াহাটি জেরা আদালতে হাজির করে অফিসারেরা নিজেদের হেফাজতে চেয়ে নেবেন বলে জানা গেছে৷ পরে গুয়াহাটির বিশেষ আদালতে হাজির করা হয় তাঁকে৷