Barak Valley

করিমগঞ্জে কবি সুকান্তের মূর্তি ভাঙচুরের প্রতিবাদ

করিমগঞ্জ : করিমগঞ্জের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলির একমাত্র বিনোদনের জায়গা করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহ৷ বিগত মাস কয়েক থেকে রাতের অন্ধকারে জেলা গ্রন্থাগার সংলগ্ন এলাকা অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে৷ মদ নানা নেশার ঘাঁটি তৈরি করেছে সমাজ বিরোধীরা৷ ফলে জেলা গ্রন্থাগার চত্বরে থাকা মহিষীদের মূর্তিগুলি আজ চরম সংকটে

দুষ্কৃতীদের অপব্যবহারের ক্রমাগত ধুলোয় মিশে যাচ্ছে জেলা গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহ৷ শনিবার বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির কার্যকর্তারা চত্বরে কবি সুকান্তের মূর্তিতে মাল্যদান করতে এলে মর্মর মূর্তির এই অবস্থা দেখে অনুষ্ঠান না করে বিষন্ন মনে অনুষ্ঠান না করে ফিরে যান

তারা দেখতে পান কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তির পশ্চাৎ দেশ চৌকো করে কাটা৷ বেদী মূলের টাইলস গুলোও ভাঙচুর৷ তাছাড়া বিদ্যাসাগর ও রবীন্দ্র মূর্তির বেদীমূলও অপরিচ্ছন্ন ও সৌন্দর্য নষ্ট করে রাখা হয়েছে৷

খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতম চৌধুরী, নির্মাল্য দাস সহ অন্যরা৷ তারা সমস্ত ঘটনার প্রতিবাদ জানান৷

তাদের দাবি, দুস্কৃতীকারীদের অসৎ কার্যের ফলে দিনকে দিন মাটিতে মিশে যাচ্ছে জেলা গ্রন্থাগার ও প্রেক্ষাগৃহ৷ তারা বলেন, জেলা গ্রন্থাগারের সৌন্দর্যায়নে চত্বরে ৩টি সংস্থা মিলে ৪ মনিষীর মূর্তি বসান৷ মাতৃভাষা সুরক্ষা সমিতি সবার প্রতি একজোট হয়ে এর প্রতিবাদের আহ্বান জানান৷

Show More

Related Articles

Back to top button