BARAK VALLEYSPORTS

গ্রাসরুট ও অলিম্পিক দিবস করিমগঞ্জে

করিমগঞ্জ : প্রয়াত ভারতীয় ফুটবলার পিকে ব্যানার্জির জন্মদিন গ্রাসরুট দিবস হিসাবে ঘোষণা করেছে AIFF. করিমগঞ্জ DSA -এ উপলক্ষে আজ এক ফুটবল ম্যাচ আয়োজন করে৷ এতে DSA -র Senior ও Junior ২ দল মোকাবিলা করে৷ ম্যাচে Junior দল ২-১ গোলে জয়ী হয়৷ Junior দলের বিশাল রায় ও রাজদীপ দাস গোল করেন৷ আর সিনিয়র দলের একমাত্র স্কোরার গোসপেল পুটাইট৷ খেলা শুরুর আগে ২ দলের সঙ্গে পরিচিত হন তাপস কান্তি পুরকায়স্থ, দেবতোষ দাশগুপ্ত, পার্থ দাস প্রমুখ৷

এদিকে, অলিম্পিক ডে পালন করল করিমগঞ্জ DSA. এ উপলক্ষে প্রমোদনগর চা বাগান এবং করিমগঞ্জ শহরে DSA-র পক্ষ থেকে অলিম্পিক ডে দৌড়ের আয়োজন করা হয়৷ সংস্থার কর্মকর্তা তাপস কান্তি পুরকায়স্থ ও সন্দীপ সেন এই আয়োজনের দায়িত্বে ছিলেন৷

Show More

Related Articles

Back to top button