ASSAM

ঘুষ নিতে গিয়ে জালে আরও এক লাট মন্ডল

গুয়াহাটি : উৎকোচ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার জালে ধরা পড়লেন লাট মন্ডল৷ শুক্রবার আচমকা অভিযান চালিয়ে উৎকোচের টাকা নেওয়ার সময় হাতেনাতে হাজার লাট মন্ডল টংকেশ্বর নাথকে গ্রেফতার করে দুর্নীতি দমন শাখা৷

জানা গেছে, সিলিং অ্যাক্টের জমির মেয়াদি পাট্টা করার নামে এক ব্যক্তির কাছ থেকে উৎকোচ নিয়েছিলেন লাট মন্ডল নাথ৷ সেই টাকা নেওয়ার সময় দুর্নীতি দমন শাখা তাকে গ্রেফতার করে৷

Show More

Related Articles

Back to top button