Barak Valley

করিমগঞ্জের কাঁঠালতলিতে ৯০ ব্যাগ সার বোঝাই গাড়ি আটক, ধৃত দুই

পাথারকান্দি : মাদকদ্রব্য, বার্মিজ সুপারির পর এবার সার বাজেয়াপ্ত করেছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন কাঁঠালত‌লি ওয়াচ‌পোস্টের পুলিশ। সার পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বাজা‌রিছড়া থানার ওসি ইনস্পেক্টর দীপক দাস জানান, বুধবার রা‌তে কাঁঠালত‌লি পুলিশ ওয়াচ‌পোস্টের ইনচার্জ এ মহন্তের নেতৃত্বে রু‌টিন পেট্রোলিং চলছিল।

গভীর রাতে এক সম‌য় টিআর ০৫ ডি ১৮৬৪ নম্বরের একটি ব‌লে‌রো পিকআপ ভ্যান পাথারকা‌ন্দি হ‌য়ে চান্দ‌খিরা-কদমতলা বিকল্প সড়ক ধ‌রে কাঁঠালত‌লি এলাকায় পৌঁছ‌লে তাতে তল্লা‌শি চালান তাঁরা।

তালাশি চালিয়ে গা‌ড়ির ভিতর থে‌কে কাগজপত্র ও চালান বিহীন ৯০ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়। এর সঙ্গে আটক করা হয় গা‌ড়ির চালক জিয়াব উদ্দিন ও খালাসি দেবব্রত দেবকে। তা‌দের বা‌ড়ি যথাক্রমে উত্তর ত্রিপুরার প্রেমতলা ও চুড়াইবাড়িতে।

ওসি দাস জানান, সারগু‌লো অবৈধ উপা‌য়ে করিমগঞ্জ থেকে ত্রিপুরায় পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের। উভয়ের বিরুদ্ধে বাজারিছড়া থানায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে, জানান তিনি।

Show More

Related Articles

Back to top button