Monday, October 3, 2022

চরগোলায় পুকুরের জলে ডুবে শিশুর মৃত্যু

করিমগঞ্জ, চরগোলা ও কালীগঞ্জ প্রতিনিধি : পুকুরের জলে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে৷ জানা গেছে, সোমবার, বিকেল ৪টায় চরগোলা রেল স্টেশন লাগোয়া নাইরগ্রাম (নাথ পাড়া) এলাকার আশীষ দাসের ৬ বছরের পুত্র অংশু দাস নিখোঁজ হয়ে যায়৷ অনেক খোঁজাখুজির পর রাত ৯:৩০-য় রাস্তার কিনারে থাকা জল ভরা একটি পুকুরে শিশু অংশুর মৃতদেহ চোখে পড়ে৷ অনুমান, শিশু অংশু জল থেকে কোন কিছু সংগ্রহ করতে গিয়ে হঠাৎ দুর্ঘটনা ঘটে যায় এবং জলে পড়ে তাঁর মৃত্যু ঘটে৷

মঙ্গলবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে মৃতদেহর ময়নাতদন্ত সেরে তাঁর পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ৷

এদিন ধর্মীয় রীতি মেনে নিজ গ্রামে অংশুর শেষকৃত্য সম্পন্ন হয়৷ শিশু অংশুর মৃত্যুতে শোকাহত গোটা এলাকা৷ শোক ব্যক্ত করেন স্থানীয় জগৎ কল্যাণ সংঘ পরিবারের সম্পাদক প্রসেনজিৎ নাথ, শিক্ষক রমজান হুসেন ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ প্রমুখ৷ পাশাপাশি তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান৷

Latest Updates

RELATED UPDATES