Barak Valley
চরবাজার VHP’র জেলা কার্যালয়ে ছাত্রাবাসের ভূমিপূজন অনুষ্ঠান সম্পন্ন
১১ জুলাই আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্থর স্থাপন
করিমগঞ্জ : বিশ্ব হিন্দু পরিষদের জেলা কার্যালয়ে নির্মিত হচ্ছে নতুন ছাত্রাবাস৷ শহরের চরবাজারস্থিত গৌড়ীয় মঠে এটি তৈরি হবে৷ উত্তর-পূর্বাঞ্চল জনজাতি সেবা সমিতি পরিচালিত ছাত্রাবাসের ভূমি পূজন অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে৷ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সহ সংগঠন মন্ত্রী বিনায়ক রাও দেশপান্ডে, কেন্দ্রীয় কার্যকত্রা দীনেশ তিওয়ারি, এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, বিজিত দাস, সমীর দাস৷ অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রাবাসের প্রয়োজনীয়তা পর্যালোচনা করেন৷ উপস্থিত ছিলেন বিশ্বজিৎ নাগ চৌধুরী, শৈলেন দাস, পঙ্কজ শ্যাম, সমর ঘোষ, রথীশ দাস, দিলীপ দেব, পারুল সূত্রধর, বিশ্বদীপ ভট্টাচার্য, সজল চন্দ্র দে, বিষ্ণুপদ নাগ প্রমুখ৷