Barak Valley
চুড়াইবাড়িতে বাজেয়াপ্ত প্রায় চার লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ সহ লরি, ধৃত এক
বাজারিছড়া : পাচারের পথে করিমগঞ্জ জেলাধীন বাজারিছড়া থানার অন্তর্গত চুড়াইবাড়ি চেকপোস্ট পুলিশের হাতে ধরা পড়েছে বিপুল পরিমাণের নেশাজাতীয় কফ সিরাপ। এর সঙ্গে আটক করা হয়েছে লরি চালক সন্তোষ পালকে।
জানা গেছে, প্লাস্টিক শিট ও ওষুধ বোঝাই লরিতে করে নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সিডাইল ত্রিপুরায় পাচার করতে গিয়ে চালক ধরা পড়ে পুলিশের হাতে।
আজ রবিবার কাকভোরে টিআর ০১ এটি ১৬১২ নম্বরের ছয় চাকার একটি লরি গুয়াহাটি থেকে ত্রিপুরার আরগতলায় যাওয়ার উদ্দেশ্যে চুড়াইবাড়িতে পুলিশের নাকা পয়েন্টে পৌঁছে। তখন লরিতে তল্লাশি চালান গেইট ইনচার্জ প্রণব মিলি ও তাঁর টিম। এতে গাড়ির ভিতর থেকে আন্যান্য সামগ্রীর আড়াল থেকে বেশ কয়েকটি কার্টুনে ৭৮০ শিশি নেশাযুক্ত কফ সিরাপ ফেন্সিডাইল উদ্ধার হয়। কালোবাজারে এগুলোর মূল্য চার লক্ষাধিক টাকা হবে পুলিশ জানিয়েছে।