Barak Valley

জন্মদিনেই সৈয়দ মুজতবা আলি সাহিত্য উৎসবের সূচনা করিমগঞ্জৈ

করিমগঞ্জ : ১৯০৪ সালে ঠিক আজকের দিনেই এই করিমগঞ্জ শহরেই জন্মেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি প্রাবন্ধিক রম্য লেখক সৈয়দ মুজতবা আলি৷ তাঁর জন্মদিন উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের করিমগঞ্জ শহর কমিটির ব্যবস্থাপনায় আজ স্থানীয় বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে সৈয়দ মুজতবা আলি সাহিত্য উৎসবের সূচনা হয়৷ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী, সঙ্গে ছিলেন শহর সমিতির সভাপতি অরবিন্দ পাল, করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য, সংস্থার সম্পাদক নন্দকিশোর বণিক৷ শুরুতে স্বাগত ভাষণ রাখেন নন্দকিশোর বণিক৷ এরপর সৈয়দ মুজতবা আলির জীবন ও সৃষ্টি নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য৷ তিনি সৈয়দ মুজতবা আলির জীবনের একাধিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন৷ বক্তব্যের পর সাংস্কৃতিক অনুষ্ঠান৷ সঞ্চালনায় ছিলেন মাশুক আহমেদ৷

Show More

Related Articles

Back to top button