Barak Valley

জমা জলের দুর্ভোগ মেটাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে করিমগঞ্জ পৌরসভা

করিমগঞ্জ : বৃষ্টির মরশুম পুরোদমে শুরু হওয়ার আগে মাস্টার ড্রেনেজ সহ বিভিন্ন নালাগুলো পরিষ্কার করার কাজ শেষ করে ফেলতে চাইছে পৌরসভা৷ তাই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে৷ এমনকি রাতেও বিভিন্ন এলাকায় নালা পরিষ্কার করা হচ্ছে৷ শ্রমিকরা গভীর রাত পর্যন্ত নালা পরিষ্কার করছেন৷ উপ-পৌরপতি সুখেন্দ দাস কাজগুলোর তত্ত্বাবধানে রয়েছেন৷

উপ-পৌরপতি সুখেন্দ দাস জানিয়েছেন, ‘এবার বৃষ্টির জমা জল ভোগান্তি বাড়াবে না৷ জল জমলেও তা আটকাবে না৷ কারণ দীর্ঘবছর পর নালাগুলো পরিষ্কার করা হয়েছে৷’

Show More

Related Articles

Back to top button