Wednesday, September 28, 2022

জয়পুরের লেদিয়াছড়া চা বাগানে অনুষ্ঠিত হল নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মোর্মুর বিজয় উৎসব।

শুভ্রজীত আচার্যী, জয়পুর : গতকাল উধারবন্দ বিধানসভার পূর্ব উধারবন্দের জয়পুর মণ্ডলের অন্তর্গত লেদিয়াছড়া চা বাগানে অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি দ্রৌপদী মোর্মুর বিজয় উৎসব। এস.টি মোর্চার রাজ্যিক সহ সভাপতি শান্তনু বর্মণ উনার নিজের বক্তব্যে তুলে ধরেন দ্রৌপদী মোর্মুর জিবনে করে যাওয়া বিভিন্ন সংগ্রামের কথা।

উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিনোদ শর্মা, জেলা পরিষদ সদস্যা বিজয়েতা মাহাতো, বিজেপির জিলা সম্পাদক কানু রঞ্জন দেব, লেদিয়াছড়া বাগান পঞ্চায়েত সভাপতি বিশ্বকেতু মাঝি, রানা চাষা, পাঁচ গাঁও পঞ্চায়েতর সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যা সহ অনেক দলীয় কর্মী ও স্হানীয় নাগরিকরা।
দলীয় কর্মী ও স্হানীয় নাগরিকদের মধ্যে দেখা যায় প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা। সবাইকে আবির নিয়ে খেলা করেতে ও আতশবাজি ফোটিয়ে উৎসাহ জাহির করতে দেখা যায়।

উক্ত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতেও দেখা যায় । প্রথমে চাবাগানের সাংস্কৃতিক ঝুমুর নৃত্য পরিবেশন করেন কচিকাঁচারা, পরবর্তী কালে দেখা যায় হিন্দ ফিল্মের গানের উপরও নৃত্য পরিবেশন করতে।

Latest Updates

RELATED UPDATES