জয়পুর কামরাঙা ক্লাস্টারের ব্যবস্থাপনায় সম্পন্ন হলো সম্প্রদায় উৎসব

শুভ্রজীত আচার্যী, জয়পুর : জয়পুর কামরাঙা ক্লাস্টারের ব্যবস্থাপনায় আজ এইচ.বি.ডি.এস.এম.ভী স্কুলে অনুষ্ঠিত হলো সম্প্রদায় উৎসব। প্রাদীপ প্রজ্জলনের ও দেবী বন্দনার মাধ্যমে অনুষ্টানের শুভারম্ব হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এবিভীপি জয়পুর শাখার সম্পাদিকা বাশন্তি চন্দ। পুরোদিনব্যপি অনুষ্ঠানে ছিল বিভিন্ন সম্প্রদায়ের ধামাইল, ঝুমুর,বিহু নৃত্য, খাসি নৃত্য, মনিপুরী নৃত্য, থাংতা, লোকগীতি ও আবৃত্তি সহ দেশাত্মবোধক গানের উপর নৃত্য ইত্যাদি।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জয়পুর কামরাঙা ক্লাস্টারের ১১ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ অনেকেই। বক্তব্য রাখেন এই স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত রুদ্রপাল, নেহেরু কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবিদরাজা মজুমদার, জিলা পরিষদ সদস্যা বিজয়েতা মাহাতো সহ অন্যান্যরা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এই স্কুলের প্রাক্তন শিক্ষক রতীশ দেব , সুভাষ ময়রা, উপেন্দ্র ময়রা, বিশিষ্ট সমাজ সেবক শুভ্রজিত আচার্য্য, অবিসি বোর্ডের চেয়ারম্যান শান্তনা চাষা, সিমা শাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মধুশ্রী ভট্টাচার্য ও সন্দীপ দে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।