জলে ডুবে মৃত বিশ্বরূপ সিনহার পরিবারের হাতে ২ লক্ষ টাকার অনুদান বিজয় মালাকার
রামকৃষ্ণনগর : গত বছর রামকৃষ্ণনগর সার্কলের অন্তর্গত আনিপুর জিপির ৯ নং ওয়ার্ডের পশ্চিম হরিনগর গ্রামের বিশ্বম্ভর সিনহার পরিবারে অন্ধকারের কালো ছায়া নেমে এসেছিল৷ ওইদিন তাঁর পুত্র বিশ্বরূপ সিনহার জলে ডুবে মৃত্যু হয়৷ পরিবারের লোকেরা ভাবতেই পারেননি এই দিনটি তাদের জীবনে আসবে৷ খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় বিষাদের ছায়া নেমে আসে৷
খবরটি পৌঁছয় বিজয় মালাকার কাছে৷ তিনি সঙ্গে সঙ্গে চলে আসেন জলে ডুবে মৃত্যু হওয়া বিশ্বরূপ সিনহার বাড়িতে৷ এবং পরিবারকে সান্তনা দেন৷ সরকারি অর্থ সাহায্য পাইয়ে দেওয়ার চেষ্টা করবো৷
মঙ্গলবার পশ্চিম হরিনগর গ্রামে জলে ডুবে মৃত্যু হওয়া বিশ্বরূপ সিনহার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করে পরিবারের খোঁজ-খবর নেন৷ পরে তিনি মৃতার পিতা বিশ্বম্ভর সিনহার হাতে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন৷
তিনি জানান, এখন সরকারি সাহায্য পেতে গরিব মানুষের অসুবিধা হয় না৷ একটা সময়ের মধ্যে ভুক্তভোগী পরিবাররা সরকারি সুযোগ-সুবিধা পেয়ে যান৷