Barak Valley

জল কমতে শুরু করায় স্বস্তি, রথযাত্রার জোর প্রস্তুতি করিমগঞ্জের মঠ-মন্দিরে

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার ৩টি নদীর জল কমতে থাকায় বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে৷ অন্যদিকে, রথযাত্রাকে ঘিরে জেলা সদরে চলছে প্রস্তুতি৷ রবিবার রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে রথকে সাজিয়ে তোলা হচ্ছে৷ করিমগঞ্জ টাউন কালীবাড়ি, মদনমোহন আখড়া, কালীমহাবীড় বাড়ি, ইস্কন মন্দির সহ বিভিন্ন মন্দির থেকে বের হওয়া রথ প্রতিবার শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে৷

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এ বছর ২২ আষাঢ় অর্থাৎ ৭ জুলাই রথযাত্রা৷ এই রথযাত্রার দ্বিতীয়া তিথি অবশ্য ৬ জুলাই থেকে৷ ৬ জুলাই ভোর রাত থেকে দ্বিতীয়ার তিথি শুরু হচ্ছে৷ ৭ জুলাই ভোর রাত পর্যন্ত থাকছে তিথি৷ উল্টোরথ ১৬ জুলাই৷

রবিবার রথ বিভিন্ন পথ পরিক্রমা করবে৷ করিমগঞ্জ টাউন কালীবাড়ি থেকে রথ যেমন শহর পরিক্রমা করে, তেমনই কালীবাড়ি সংলগ্ন এলাকায় রথের মেলা বসে৷ বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে পসরা সাজিয়ে বসেন৷ দেব-দেবীর মূর্তি, ছোটদের রকমারি খেলনা এবং খাবারের জিনিস যেমন দেখতে পাওয়া যায়, তেমনই রথ উপলক্ষে জিলিপি বিক্রি প্রতিযোগিতা চোখে পড়ে প্রতিবারই৷ শম্ভুসাগর পার্কের চারপাশ লোকে লোকারণ্য হয় ওঠে৷ রথের রশিতে টান দিয়ে আবাল-বৃদ্ধ বণিতা ভিড় করেন শহরের রাজপথে৷ বিভিন্ন মন্দিরের রথ এসে পথ পরিক্রমা করে এবং কীর্তন গান, উলুধ্বনিতে মুখরিত হয় আকাশ-বাতাস৷

টাউন কালীবাড়ি পরিচালন সমিতির সম্পাদক সুব্রত দাস বলেন, রীতিমতো এবারও রথযাত্রা হবে৷ টাউন কালীবাড়ির নিজস্ব রথকে সাজানোর কাজ চলছে৷ রবিবার পথ পরিক্রমা করবে রথ৷ বন্যা পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় এবং সবাই যেন সুস্থ থাকেন, ভগবান জগন্নাথের কাছে এটাই প্রার্থনা বলে জানান সুব্রত দাস৷

Show More

Related Articles

Back to top button