Tuesday, December 6, 2022

জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসকদের সংবর্ধনা রোটারি ক্লাবের

Details : জাতীয় ‘ডক্টরস ডে ‘ উপলক্ষে শুক্রবার হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে শহরের চারজন নবীন ও প্রবীণ চিকিৎসক দের সংবর্ধনা জানায় হাইলাকান্দি রোটারি ক্লাব।

এদিন সন্ধ্যায় ক্লাবের সদস্য রা চিকিৎসক দের বাড়ী গিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য পয়লা জুলাই থেকেই রোটারি ক্লাবের নতুন বছর শুরু হয়। আর ক্লাবের নবাগত সভাপতি দেবাশীষ গুহ ঠাকুরতা,সদ্য প্রাক্তন সভাপতি কানাইয়া সারদা, প্রাক্তন সভাপতি অসিত কুমার পাল ও শংকর চৌধুরী এবং ক্লাবের উপসভাপতি বিজয়িনী ভট্টাচার্য সংক্ষিপ্ত সংবর্ধনা সভায় অংশ গ্রহণ করেন।

এদিন হাইলাকান্দির অবসর প্রাপ্ত  যুগ্ম সঞ্চালক ডাঃ পি কে মজুমদার, শিশু রোগ বিশেষজ্ঞ আবুল হোসেন চৌধুরী, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ সুমনা দাস ভট্টাচার্য ও তরুণ চিকিৎসক নিলাঙ্ক ঘোষ কে উত্তরীয় পরিয়ে মানপত্র দিয়ে তাদের জনস্বার্থে নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানানো হয়।

Latest Updates

RELATED UPDATES