Barak Valley
জামিরা থেকে হাইলাকান্দির ট্রেন

জনসংযোগ, হাইলাকান্দি, ২৮ সেপ্টেম্বর : শিলচরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের সেন্টারগুলিতে যোগ দিতে হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য যে ট্রেন শিলচরে যাবে, তা জামিরা থেকে যাত্রা শুরু করবে। রবিবার অর্থাৎ ২৯ সেপ্টেম্বর ভোর ৪ টায় ট্রেনটি জামিরা থেকে রওয়ানা দেবে। ট্রেনটি হাইলাকান্দি শহরে সকাল পাঁচটা তিন মিনিটে পৌঁছে সাতটা দশ মিনিটে শিলচরে পৌঁছবে।